বৈশাখে পূজার নাচ!

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৫, ১০:১০ পিএম

বিনোদন প্রতিবেদক,
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম:

এবারের বৈশাখে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বেলাল খান ও পূজা। পহেলা বৈশাখ উপলক্ষে 'রঙিলা বৈশাখ' শিরোনামের নতুন গানের একটি ভিডিও তৈরি করা হয়েছে। তবে এতে ভিন্ন ধরনের আকর্ষণ বোধহয় হবে কণ্ঠশিল্পী পূজার নাচ। ভিডিওটিতে বৈশাখের আমেজে তাকে নাচতে দেখা যাবে।

এতে মূল মডেল হয়েছেন নাদিয়া ও নিয়াজ। এটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

চিরায়ত বাংলার সৌন্দর্য তুলে ধরা হয়েছে এ গানটিতে। 'দিকে দিকে তল্লাটে তল্লাটে/ হৈ হৈ হৈ হৈ হল্লাতে হল্লাতে/ বাজা ঢাক-ঢোল বাজা বাজারে/ নাচে গানে সাজো রানী রাজারে/ এসেছে নতুন ভোর/ খোলো খোলো দোর/ শুনে যাও জীবনেরই ডাক/ এলোরে এলোরে রঙিলা বৈশাখ'- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল ও প্রীতম হাসান।

বেলাল বলেন, 'পূজার সঙ্গে এর আগে একটি প্রেমের গানে কণ্ঠ দিয়েছিলাম। এবার গাইলাম বৈশাখের গান। আশা করছি, শ্রোতারা নতুন গানটি পছন্দ করবেন।'

জানা গেছে, ১ এপ্রিল থেকে 'রঙিলা বৈশাখ' গানটি বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে দেখা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: