গোলাপ জল তৈরি পদ্ধতি এবং এর ব্যবহার (ভিডিও)
আমাদের সকলের পছন্দের ফুল গোলাপ। গোলাপের মনোমুগ্ধকর রং এবং সুবাস আমাদের আকুল করে তোলে। ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ ব্যবহার করা হয়। বিভিন্ন ধরণের সৌন্দর্যবর্ধক কার্যকলাপে গোলাপের ব্যাপক ব্যবহার রয়েছে। গোলাপ প্রকৃতির এমন একটি উপহার যা, আপনার ত্বককে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। যাদের ত্বকে ব্রণ ও দাগজাতীয় বিভিন্ন ধরণের সমস্যা রয়েছে, তারা গোলাপ জলের ব্যবহার করে উপকৃত হতে পারেন। তাই, ঘরে বসেই তৈরি করে নিন গোলাপ জল।
# উপকরণ:
১. ২-৩ টি গোলাপের পাপড়ি
২. পানি
৩. ড্রাই আইস
# তৈরি-করণ পদ্ধতি:
একটি বড় পাত্র নিন। পাত্রের অর্ধেক গোলাপের পাপড়ি দিয়ে পরিপূর্ণ করুন। এবার পাপড়ির সমান সমান পানি দিয়ে পাত্রটি পূর্ণ করুন। তারপর, পাত্রটিকে গ্যাস চালু করে চুলায় রাখুন। যখন পানিগুলো ফুটতে শুরু করবে তখন সাবধানে মোটা গ্লাভস ব্যবহার করে ড্রাই আইস পাত্রটির মাঝখানে ছেড়ে দিন। এরপর হালকা আঁচে ২০ মিনিট পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের উপরেই রাখুন। ২০ মিনিট পর দেখতে পাবেন দ্রবণটি বাষ্পীভূত হয়ে ২-৩ কাপ পরিমাণ জল রয়ে গেছে। তখন নামিয়ে পানিটি ছেঁকে নিন। ২০ মিনিটের অতিরিক্ত রাখবেন না। এতে জল আঠালো হয়ে যেতে পারে। তারপর, কাঁচের বোতলে গোলাপ জল সংরক্ষণ করতে পারেন। এভাবে, প্রায় এক বছর গোলাপ জল সংরক্ষণ করে রাখা যায়।
# গোলাপ জলের প্রয়োজনীয় ব্যবহার-সমূহ:
১. চোখের মেকআপ দূর করতে:
এক চামচ গোলাপ জলের সাথে এক চামচ জজবা তেল মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর, চোখ ধুয়ে ফেলুন। এতে খুব সহজেই চোখের মেকআপ পরিষ্কার হয়ে যাবে।
২. রোদে পোড়া দূর করতে:
ক্ষতস্থানে প্রতিদিন গোলাপ জলের ব্যবহার করুন।
৩. পোকামাকড়ের দংশন:
ক্ষতস্থানে গোলাপ জল লাগিয়ে রাখুন।
৪. ত্বকের টোনার:
ব্রণ ও বয়সের ছাপ দূর করার জন্য এটি কার্যকরী ভূমিকা পালন করে।
৫. প্রাকৃতিক সুগন্ধি:
জেসমিনের তেলের সাথে মিশিয়ে নিন। সুগন্ধি তৈরি হয়ে যাবে।
৬. ইনফেকশন দূর করতে:
গোলাপ জল ব্যাকটেরিয়া ও জীবাণু নাশ করে।
৭. মাথাব্যথা দূর করে:
তীব্র মাথাব্যথা দূর করার জন্য তোয়ালে গোলাপ জলে ভিজিয়ে আপনার কপালে দিয়ে রাখুন। ধীরে ধীরে ব্যথা চলে যাবে।
৮. গাঢ় দাগ হালকা করে:
প্রতিদিন রাতে গোলাপ জল লাগিয়ে রাখলে ত্বকের সব কাল দাগ দূর করতে সাহায্য করে।
৯. চুলের মাস্ক হিসেবে ব্যবহার করা যায়:
২ টেবিল চামচ অলিভের তেলের সাথে ৪ চামচ গোলাপ জলের পানি মিশিয়ে সম্পূর্ণ চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
১০. পানীয়তে গোলাপ জলের ব্যবহার:
বিভিন্ন ধরণের পানীয় অর্থাৎ শরবত ও চায়ে গোলাপ জল ব্যবহার করতে পারেন।–সূত্র: ইউজফুল ডি প্রজেক্ট।
সম্পাদনা: আরজু।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: