রাতেই সাতক্ষীরায় পৌঁছাবে চিত্রনায়ক মিঠুনের লাশ

মঙ্গলবার সকাল ১০টায় জানাজা। সংস্কৃতি অঙ্গনের লাখো ভক্তদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গীতিকার, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি ও বহুমুখী প্রতিভার অধিকারী ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুনের লাশ রাতেই তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায় পৌঁছাবে।
গতকাল রোববার রাত ২ টার দিকে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মিঠুনের ছোট ভাই শেখ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ দিন ধরে কিডনি এবং লিভার সমস্যায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার্থে তিনি গত ১৯ মে কলকাতায় যান। সেখানে প্রথমে বিশিষ্ট কার্ডিয়াক সার্জনপ্রফেসর ডা. পি বি শুকলা এবং পরে কোঠারী হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ শামীমুল হকের চিকিৎসাধীন ছিলেন।
সোমবার বিকেল ৫টার দিকে কলকাতা থেকে নিহতের লাশ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১০টা থেকে ১১টার মধ্যে মরাদেশ সাতক্ষীরা হয়ে তার গ্রামের বাড়ি আশাশুনির দরগাহপুর গ্রামে পৌঁছাতে পারে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেখানে জানাজা শেষে পিতা শেখ আবুল হোসেনের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।
তিনি গত ১১ মে সোমবার অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে খুলনার নিরালায় আসেন। বুধবার তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাঁকে খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৯ মে মঙ্গলবার সকালে তাকে ভারতে পাঠানো হয়।
শেখ আবুল কাশেম মিঠুন ১৯৫১ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে খুলনা থেকে প্রকাশিত একটি দৈনিকে লেখালেখির মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৮০ সালে ‘তরুলতা’ চলচ্চিত্রের মাধ্যমে মিঠুন রূপালী পর্দায় আসেন। পর্যায়ক্রমে তিনি চ্যালেঞ্জ, নরম গরম, গৃহলক্ষী, চন্দনা, ডাকু, স্বর্গ-নরক, দিদার, স্যারেন্ডার, বাবা কেন চাকর, বেদের মেয়ে জোৎনা
ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: