নিজেকে সালমান খানের স্ত্রী দাবি!

সম্প্রতি ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক পাকিস্তানি সুন্দরীকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আটককৃত ওই নারী নিজেকে বলিলউড সুপারস্টার সালমান খানের স্ত্রী বলে দাবি করেছেন। তার দাবি, শাহরুখ খান ও সালমান খানকে একপলক দেখতে পাসপোর্ট ছাড়াই তিনি ভারতে আসছিলেন। এদিকে, ওই নারীর দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভারতে সন্ত্রাসী হামলার পর এই ঘটনাকে বেশ গুরুত্বের সাথে দেখছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো।
ভারতীয় গণমাধ্যম বলছে, সমঝোতা এক্সপ্রেসে পুলিশি তল্লাশিতে চালিয়ে পাঞ্চাবের জালন্ধর এলাকা থেকে চন্দা নামের ওই পাকিস্তানি নারীকে আটক করা হয়। এ সময় ২৭ বছরের ওই নারীর সঙ্গে ছিল না কোনও পাসপোর্ট, ভিসা, টিকিট।
পুলিশ জানায়, ওই নারী প্রিয় সুপারস্টারদের দেখতে উঠে পড়েছিলেন সমঝোতা এক্সপ্রেসে। জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার স্বামীর নাম সালমান খান। সূত্র জানায়, যদিও পুলিশ এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। গুরুদাসপুরে জঙ্গি হামলার পর সব জায়গায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: