সরকারি নোট হচ্ছে পাঁচ টাকা

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০১৫, ১০:১৫ পিএম

ঢাকা: মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা রোধে পাঁচ টাকাকে (নোট ও কয়েন) সরকারি নোটে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান ছাড়াই সরকারিভাবে এই নোট ছাপা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে অর্থ বিভাগ এ মুদ্রা ইস্যু করবে।

‘মুদ্রা সংশোধন আইন, ২০১৫’-এর খসড়ায় এ কথা বলা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এতে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে এক ও দুই টাকার নোট অর্থসচিব স্বাক্ষরিত ছিল। এখন এর সঙ্গে পাঁচ টাকার নোটও এ তালিকায় যুক্ত হবে। পাঁচ টাকার ওপরের নোটগুলো থাকবে ব্যাংক নোট। এগুলোতে বাংলাদেশের গভর্নরের স্বাক্ষর থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভারতে সরকার ইস্যু করা মুদ্রার হার এক দশমিক ৩৬ শতাংশ। নতুন আইন কার্যকর হলে ৫ টাকার মুদ্রা ইস্যু করবে সরকার। আর বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা ৫ টাকার মুদ্রা বাজার থেকে উঠে যাবে। তখন সরকারের মুদ্রা ইস্যুর হার হবে এক দশমিক ৫ শতাংশ।

বিষয়টি কার্যকর হলে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া সরকারি ঋণ পর্যায়ক্রমে প্রায় ৭৯০ কোটি টাকা কমবে। আগে এই পরিমাণ অর্থ সরকারকে ঋণ করে চালাতে হতো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: