সীতাকুন্ডে নতুন হিউম্যান হলার গাড়ীর উদ্বোধন
সাইফুল মাহমুদ,
চট্টগ্রাম প্রতিনিধি:
মহাসড়কে দুর্ঘটনা রোধে ও নির্বিগ্নে গাড়ী চলা-চল নিশ্চিত করতে গত ১ আগস্ট থেকে মহাসড়ক থেকে সিএনজি চালিত অটোরিক্সা বন্ধ করে দেন সরকার। এতে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। দুরের যাত্রীরা যেনতেন ভাবে যাতায়াত করতে পারলেও কম দুরত্বে যাওয়া আসা করা বেশীরভাগ যাত্রীদের প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং দুর্ভোগেপড়া যাত্রীদের কথা চিন্তা করে আজ শুক্রবার বেলা ১২টার সময় হাসান মোটরস এর সহযোগীতায় চট্টগ্রাম জেলা হিউম্যান হলার মিনিবাস মালিক সমিতির উদ্যোগে ৮নং রুট অলংকার থেকে সীতাকুন্ড পর্যন্ত নতুন গাড়ীর উদ্বোধন করেন সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলম। প্রথম পর্যায়ে ১৫টি লেগুনা গাড়ীর যাত্রী শুরু হলেও ঈদউল আয্হার পড়ে পর্যায়ক্রমে আরো ৮৫টি নতুন গাড়ী নামানো হবে।
প্রধান অতিথী সাংসদ দিদারুল আলম বলেন বর্তমান সরকার জনসাধারনের দুর্ভোগ দির্ঘায়ীত যাতে না হয় সেদিকে সজাগদৃষ্টি রাখছেন। তিনি বলেন সিএনজি অটোরিক্সা বন্ধ হওয়া পড়ে অনেকাংশ দুর্ঘটনা কমে এসেছে। এপর্যন্ত কোন স্ত্রীকে স্বামী হারাতে কিংবা বোন তার ভাইকে হারাতে বা কোন সন্তান তার মা- বাবাকে হারিয়েছে এধরনের কোন সংবাদ আমরা পাইনি। বর্তমান সরকার দেশের সুদুরপ্রচারি চিন্তা করে একটার পর একটা কাজ করে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন হাসান মোটরস এর ব্যবস্থপনা পরিচালক মাইনুল হাসান। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজিজুর রহমান মিয়া, আকবর শাহ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন,) ফৌজদারহাট পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. রফিক, হিউম্যান হলার চট্টগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক অলি আহম্মদ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: