মেয়েদের প্রেমে পড়ার ৮টি লক্ষণ

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৫, ০৬:১৭ এএম

প্রেমের ক্ষেত্রে ছেলেরা একটু বেশিই খোলামেলা ধরনের। মনের কথা কখনই চেপে রাখতে পারেন না। তাই হুটহাট করে বলে ফেলেন মনের কথা। যার কারণে হজম করা লাগতে পারে মেয়ের কাছে প্রত্যাখ্যাত হওয়ার অপমানটুকু! তবে যদি আগে থেকে বোঝা যায়, মেয়ে আসলেই আপনার প্রতি দুর্বল কি না, তাহলে আর কোন ঝামেলাই থাকে না। কিন্তু, বুঝবেন কী করে, তারও দুর্বলতা আছে আপনার প্রতি?

১. ঠিক করেছেন অবসরে একসঙ্গে দু'জনে কফি খেতে যাবেন। মেয়েটিও রাজি। দেখলেন বেশ সেজেগুজে এসেছে। একবার নয়, আপনার সঙ্গে দেখা কিংবা কোথাও যাওয়ার কথা হলেই, মেয়েটি খুব সচেতনভাবেই সাজগোজ করে আসে।

২. যদি দেখেন, মেয়েটি আপনাকে বারবার বলছে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বুঝবেন, স্বস্তি বোধ না-করলে কখনোই বলত না। জানবেন, নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে পীড়াপীড়ি।

৩. আপনাকে যদি অপছন্দ হয়, কোনও মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না। যদি, দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে, বুঝবেন তার মনে কোনায় সৃষ্টি হয়েছে আপনার জন্য একখণ্ড জায়গা।

৪. নিরিবিলিতে থাকলে দেখবেন, মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় মেয়েটি চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে। চোখের দিকে তাকালে বুঝবেন, তার শরীরী ভাষাই বলে দিচ্ছে, কী চায় আর কী চায় না। নির্ভাবনায় তাকে বলতে পারেন আপনার মনের ভাবনাও।

৫. যখন কোনও অজুহাতে বা ছুঁতোনাতায় মেয়েটি আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে, বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে।

৬. ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিশপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সেখানে সেই মেয়েটিও আছে। তার মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারো হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন, এ-ও প্রেমেরই লক্ষণ।

৭. মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়। রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনাকে ভালোবাসে।

৮. 'আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে?' যদি কখনও এমন প্রস্তাব পান, ষোলআনার ওপর আঠারোআনা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে।

এই আটটি লক্ষণ যদি মিলে যায়, দেরি না-করে, সংকুচিত না-হয়ে স্মার্টলি বলেই ফেলুন আপনার মনের বাসনা। কারণ, প্রেমের প্রস্তাব দিয়ে, প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আর নেই। এমনও তো হতে পারে, সে-ও রয়েছে আপনার বলার অপেক্ষায়......।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: