ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ওয়ান ইলেভেনের হোতা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশে অবৈধভাবে ফকরুল-মইনকে ক্ষমতায় আনার পেছনে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামসহ যে ক’জনের নাম এসেছে তাদের সাথে আরেক জনের নাম সংযোজন করতে হবে।
তিনি হচ্ছেন, আমার দলের (জাতীয় পার্টি) প্রেসিডিয়ামের সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি সে সময় আমাকে সরিয়ে অবৈধভাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন। আমি ওয়ান ইলেভেনের হোতাদের সাথে তারও বিচার দাবি করছি।
আজ রোববার বিকেলে শেরপুর শিল্পকলা একাডেমী মিলায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি জিএম কাদেরকে দলের পরবর্তী নেতা হিসাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে কো-চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছি। এ সময় এরশাদ দলের নেতাকর্মীদের দলের কু-চক্রী নেতাদের কথায় কান না দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীর কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমূখ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ শেরপুর জাতীয় পার্টির নতুন কমিটিতে আলহাজ্ব ইলিয়াস উদ্দিনকে সভাপতি ও অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডাকে সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: