স্বামীর জন্মদিনে সানি লিওনের চমক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৪, ০৭:০৪ পিএম

সাবেক পর্ণোতারকা সানি লিওন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিনে শুটিং সেটেই এক্সক্লুসিভ পার্টি দিয়েছেন। মুভি 'মাস্তিজাদে'র শুটিংয়ের জন্য সেট করা হয়েছিল। সেখানেই কেক কেটে স্বামীর জন্মদিন উদযাপন করেন সানি। উদযাপনের ছবি পোস্ট করেছেন ইগ্রামে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা তুষার কাপুরও। থাইল্যান্ডের পাতায়া বিচে শুটিং সেরে স্বামীর সঙ্গে এক রোম্যান্টিক ডিনারে যাওয়ার কথাও ছিল তাদের। খবর আইবিএন লাইভের

উল্লেখ্য, মাস্তিজাদে'তে দ্বৈত ভূমিকায় দেখা যাবে সানিকে। লায়লা ও লিলি নামে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। মিলাপ জাবেরির পরিচালনায় সেক্স কমেডিনির্ভর মুভিটিতে সানির বিপরীতে অভিনয় করছেন বীর দাস ও তুষার কাপুর। এতে রিতেশ দেশমুখকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
এছাড়া, ববি খানের আসন্ন সিনেমা ‘লীলা’তে ঢোলি তারো ঢোল বাজে …গানে মুখ মেলাচ্ছেন সানি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: