সম্প্রতি মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার এ মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দেয় গোসাইরহাট উপজেলার নলমুরি ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল খান। যে কারণে দল থেকে বহিষ্কার করা হয় তাকে।
বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাকিল খান উপজেলার নলমুরে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘যে দলে কোনো মানুষের মৃত্যুতে শোক জানালে বহিষ্কার হতে হয় সে দল মুসলমানের দল হতে পারে না। অবশেষে জালিমের অত্যাচারের শেষ হলো। হুজুর আপনার প্রতি আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসে শান্তিতে রাখুন আমিন’ লিখে তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন।
ছাত্রলীগ নেতা শাকিল খান বলেন, ‘ছোটবেলা থেকে আমি দেলাওয়ার হোসাইন সাঈদীর ভক্ত। তাকে প্রচণ্ড ভালোবাসি। এ কারণে তার মৃত্যুর পর ফেসবুকে পোস্ট দিয়েছি। এটা দলের কেউ ভালো চোখে দেখেননি, তাই বহিষ্কার করেছেন।’
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন নয়ন বলেন, ছাত্রলীগের নীতি-আদর্শ, সংগঠন বিরোধী কার্যকলাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপপ্রচারের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, গোসাইরহাটের এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য সুপারিশ করা হয়েছে।
সর্বশেষ খবর