
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সুলতানা নাদিরা উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিছেন।
আজ বৃহস্পতিবার (৩০শে নবেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে রিটার্নিং অফিসার কাজী শহিদুল ইসলাম কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় সুলতানা নাদিরার তিন মেয়েও উপস্থিত ছিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সুলতানা নাদিরা বলেন, ‘বরগুনা-২ আসনের মানুষ আমাকে চায়। আওয়ামী লীগকে চায়। নির্বাচিত হলে মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। সবার কাছে দোয়া চাই, যাতে ৭ জানুয়ারি বিপুল ভোটে নৌকা মার্কা নির্বাচিত হয়।
সর্বশেষ খবর