
রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. নবী শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লংগদু উপজেলাস্থ মাইনী বাজার হতে ছোট্ট ডেঙ্গি নৌকায় করে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার ঢেউয়ে কাপ্তাই হ্রদে নৌকাটি উল্টে গেলে নবী শেখ পানিতে পড়ে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নবী শেখ লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের বাসিন্দা।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর