
শেরপুর জেলা কারাগার থেকে পালানো আরো দুই আসামি জুয়েল (৪০) ও সোহাগকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জুয়েল শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ও হাজতি সোহাগ একই গ্রামের লালচানের ছেলে।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষতি সাধনপূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে। এ সময় ওই দুই আসামিও পালিয়ে যায়। পরে আসামিদের গ্রেপ্তারের অভিযানে নামে র্যাব-১৪। এরই অংশ হিসেবে ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে শেরপুর সদরের চৈতনখিলা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে ও পার্শ্ববর্তী গনই মমিনাকান্দায় পৃথক আরেক অভিযানে ডাকাতি মামলার আসামি সোহাগকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর