
টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেয়া কিংবা নতুন টাকা ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। রোববার (৬ অক্টোবর) হুসনে আরা শিখা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন গণমাধ্যমে এ তথ্য জানান।
শিখা বলেন, ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার কাগুজে নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই জানে না। আগামী দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোটের নকশা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন গণমাধ্যমে জানান, নতুন টাকা ছাপানো বা নকশা পরিবর্তন চেয়ে বাংলাদেশ ব্যাংককে কোনো চিঠি দেয়া হয়নি। আপাতত এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে অন্তর্বর্তী সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানো এবং এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকার সম্ভাবনার খবর প্রকাশ হয়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর