
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোকলেছুর রহমান বিমানকে দুপুরে গ্রেফতারের সময় তার নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ মমিনুর নামে একজনকে সন্ধ্যায় গ্ৰেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মমিনুর কে পুলিশ গ্ৰেফতার করেছে। এর আগে দুপুরে রণচন্ডী ইউপির অবিলের বাজার থেকে রণচণ্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিমানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের রণচন্ডী ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোকলেছুর রহমান বিমান (৪০) একটি অনুষ্ঠান শেষে অবিলের বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ সাদা পোশাক পড়ে তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে তুলে নেয়। তখন চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিমানের সমর্থকরা ওই মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভাঙচুর করে। এতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হল- এসআই আমিনুল, কনস্টেবল মনজুরুল, শরীফ ও সাজ্জাদ। এ ঘটনায় আজ সন্ধ্যায় রণচণ্ডী ইউপির বাজারপাড়ার আবুল হোসেনের পুত্র মমিনুরকে পুলিশ গ্ৰেফতার করেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনায় মমিনুর নামে একজনকে গ্ৰেফতার করা হয়েছে। ওই হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর