
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাস সুনামগঞ্জে স্থাপনের দাবিতে সুনামগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যেমে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ আইনজীবী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী,জেলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম,আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী,জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে,তৎকালীন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ জেলার সদর উপজেলাকে পাশ কাটিয়ে নিজের উপজেলা শান্তিগঞ্জের দেখার হাওরে বিশ্বিবিদ্যালয় ক্যাম্পাসের স্থান নির্ধারণ করেন। দেখার হাওরে বিশ্বিবিদ্যালয়ের মতো বড় স্থাপনা হলে হাওরের বোর জমি নষ্ট হবে,পাশাপাশি মাছের উৎপাদন ব্যাহত হবে। এছাড়াও হাওরের নানা জীববৈচিত্র্যও হুমকির মধ্যে পড়বে। স্থান নির্ধারণের সম্ভব্যতা যাচাই কাজও শেষ হয়ে গেছে। জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের স্থান পরিবর্তন করে সুনামগঞ্জ শহরের কাছাকাছি অনেক খাস জায়গাসহ জায়গা রয়েছে সে স্থানে বিশ্বিবিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের স্থান নির্ধারণ করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর