
বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির অভিযানে ১টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া পোস্টের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের এপারে ধান ক্ষেতের মধ্যে থেকে পরিত্যাক্তবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তের মেইন পিলার ২৫/১-এস এর ২১টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান্যখোলা জেলেপাড়া নামক স্থানে’ ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী পিস্তল ও ৭ রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত কার্তুজের গায়ে খোদাই করে কে এফ লেখা থেকে ধারণা করা যায় উক্ত পিস্তলের গুলি ভারতের পুনে শহরের কারকি ফ্যাক্টরি (কে এফ) এ অবস্থিত সামরিক কারখানা হতে প্রস্তুতকৃত।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর