
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভিসি ফ্যাসিস্ট শিক্ষক পুনর্বাসন, শিক্ষার্থীদের দেওয়া ২২ দফা দাবি বাস্তবায়নে ব্যর্থতা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ একাধিক অনৈতিক কাজ করেছেন। তারা জানান, অবিলম্বে ভিসিকে অপসারণ না করা হলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেওয়া হবে।
এ সময় ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্য, জিমি ভিসি’র কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু পাঁচ মাসেও কোনো সাড়া মেলেনি।
শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে ভিসি’র কাছে ২২ দফা দাবি উপস্থাপন করেছিলাম। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও একটি দাবিও বাস্তবায়ন হয়নি।
বরং আন্দোলনরত শিক্ষার্থীদের নামে একের পর এক মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক কায়দায় করা হচ্ছে। অপরদিকে, জুলাই আন্দোলনের সময় হামলাকারীদের কোনো শাস্তি হয়নি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান ভিসি দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক ফ্যাসিস্ট শিক্ষককে পুনর্বাসন করেছেন। অথচ যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কোনো শ্রদ্ধা বা কর্ণপাত করেননি। ক্যান্সার আক্রান্ত জেবুন্নেছা হক জিমির সহায়তার আবেদন পাঁচ মাসেও অনুমোদন না করা প্রমাণ করে এই ভিসি ছাত্রবান্ধব নন। একজন স্বৈরাচার ভিসি’র বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান নেই।’
এর আগে সকাল সাড়ে ১১টায় ভিসি তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়ে আলোচনার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা এই আহ্বানে সাড়া না দিয়ে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর