
ছেলের কবুতর চুরির অপরাধে মাকে নাকে খত দেওয়ার ভিডিও ভাইরালের পর ফেনীতে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (০১ মে) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের খালুর দোকান সংলগ্ন স্থানে সালিশি বৈঠকে ছেলের চুরির অপরাধে দুই নারীর প্রতি অসম্মানজনক ও নাকে খত নেওয়ার মতো ঘটনা ঘটান এ বিএনপি নেতা।
রোববার (৪ মে) সকাল হতে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরো দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে।
এরপর নারীর প্রতি এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করে স্থানীয় উপজেলা বিএনপি।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল জানান, এ ব্যাপারে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর