
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ তেলপাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ পাবনার চাটমোহর উপজেলার চরনবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার এবং হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার মাহবুব জানান, আব্দুস সামাদ ও আহত শিক্ষক হাদিসুর রহমান মোটরসাইকেলযোগে চাটমোহর থেকে শাহজাদপুরে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে গঙ্গাপ্রসাদ তেলপাম্পের কাছে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদ মারা যান এবং হাদিসুর রহমান গুরুতর আহত হন। আহত হাদিসুর রহমানকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুস সামাদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর