
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা।
রোববার (৪ মে) রাত ৯টার দিকে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে ‘আব্দুল্লাহ চত্বরে’ গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোঃ ইকরাম হোসেন, সদস্য সচিব মোঃ ফয়সাল প্রিন্স এবং নাগরিক কমিটির ১ নম্বর সদস্য নাহিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রাতুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, ছাত্রনেতা মাশরাফি, শামসুর রহমান, রাফি শিকদার, নাফি, যায়ান সাবাব, আয়াতুল্লাহ প্রমুখ।
বক্তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর