
বিডি২৪লাইভ ডটকমের অনলাইন ও মাল্টিমিডিয়া ভিডিও প্রতিবেদন প্রকাশের পর অর্থনৈতিক দৈন্যতায় চিকিৎসা ছাড়াই দীর্ঘদিন ধরে শিকলবন্দি অবস্থায় দুঃসহ মানবেতর জীবনযাপন করা বিনন্দের পাশে দাঁড়িয়েছেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
আজ সোমবার বিকেলে তিনি সরেজমিনে বিনন্দের বাড়ি পরিদর্শনে যান এবং সেখানে বিনন্দের শিকলবন্দি করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফোন করে চিকিৎসা সেবা দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি মানসিক রোগে আক্রান্ত শিকলবন্দী যুবককে শিকলমুক্ত করে তার প্রতি আরও ভালো যত্ন নেওয়ার পরামর্শ দেন। এসময় ইউএনও বিনন্দের চিকিৎসার জন্য তার বাবার হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। তিনি আশ্বস্ত করেন যে, শিকলবন্দী যুবকটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
বিনন্দের বাবা নিমাই চন্দ্র ঋষি জানান, “আমার ছেলে দীর্ঘদিন ধরে শিকলবন্দি ছিল এবং কেউ কোনো খোঁজ-খবর নেননি। বিডি২৪লাইভে নিউজ হওয়ার পর ইউএনও স্যার এসে আমার ছেলের খোঁজ নিয়েছেন এবং চিকিৎসার জন্য সহায়তা করেছেন। এতে আমি ও আমার পরিবার অনেক খুশি। ইউএনও স্যার আরও উন্নত চিকিৎসার জন্য সহায়তা করবেন বলে জানিয়েছেন। এজন্য আমি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, “সংবাদ মাধ্যমে বিনন্দের বিষয়ে জানতে পেরে আমরা তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। ছেলেটির যত্ন নেওয়ার জন্য পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িকভাবে চিকিৎসার জন্য কিছু সহায়তা প্রদান করেছি এবং পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর