
সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য পাওয়ার জন্য বেশ ভালো একটি মাধ্যম বটে। তবে ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রেও এই মাধ্যমের ভূমিকা অনেক বেশি। সম্প্রতি বহু গুজব ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ ভালো রকমের ভূমিকা ছিল।
স্ত্রী সন্তানদের সাথে সাকিব আল হাসান।এবার ক্রিকেট দুনিয়ার এক খবরও ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ব্যাপারটি জড়িত থাকায় বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে।
সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের বিবাহ বিচ্ছেদের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বিষয়টি শুধুই গুজব। সাকিব এবং শিশির একসাথেই আছেন, তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেনি। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব দূরে আছেন বেশ লম্বা সময় ধরেই। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান এবং ভারত সফরে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন। তবে দেশের পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তীব্র গণ আন্দোলনে রাস্তায় নেমে যান সর্বস্তরের সাধারণ জনগণ। সবার তীব্র আন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট সরকার পতনের পর সাকিব আল হাসানের সংসদ সদস্যের পদটাও চলে যায়। এরপর আর দেশেও ফেরেননি সাকিব।
এর মাঝে তার নামে হত্যা মামলা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করাসহ নানা ঘটনার কারণে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়েছে। বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব।
রার/সা.এ
সর্বশেষ খবর