
প্রায় ১০০ কোটি টাকার সমপরিমাণ দুইটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এসব প্রকল্পে অর্থায়ন করবে জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (JST) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)।
সম্প্রতি JST পরিচালিত “সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” (SATREPS) কর্মসূচির আওতায় ২০২৫ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে।
জানা গেছে, পরিবেশ ও শক্তি, জৈব সম্পদ, এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন—এই তিনটি খাতে বিশ্বব্যাপী গবেষকদের কাছ থেকে প্রকল্প প্রস্তাব আহ্বান করেছিল JST। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৮০টি প্রস্তাব জমা পড়ে। সেগুলোর মধ্যে থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত স্ক্রিনিং কমিটি ১০টি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত করে। এর মধ্যে বাংলাদেশের দুটি প্রকল্পও অন্তর্ভুক্ত হয়েছে—দু’টিরই নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রকল্প দুটি ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত পাঁচ বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এর আগে ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত থাকবে ‘প্রবেশনারি পিরিয়ড’।
নির্বাচিত প্রকল্পসমূহ:
১. জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্লাবন পূর্বাভাসের উন্নতির মাধ্যমে বন্যা সহনশীল সমাজ গড়ে তোলা এই প্রকল্পের নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তার। জাপান অংশের প্রধান গবেষক হবেন কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তরু তেরাও। ৫০০ মিলিয়ন ইয়েনের এই প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ প্রতিরোধ কৌশল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২. ঢাকা মেট্রোপলিটন এলাকায় পানির গুণগত মান তদারকি এবং বিশুদ্ধকরণ প্রযুক্তি এই প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান গবেষক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। জাপান অংশে নেতৃত্ব দেবেন এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজো ওতানবি। এ প্রকল্পের বরাদ্দও ৫০০ মিলিয়ন ইয়েন। এটি নগর অঞ্চলের নিরাপদ পানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক হবে।
সম্প্রতি উক্ত প্রকল্পগুলোর গবেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য বলেন,“জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। এই বন্ধুত্ব রাজনীতির ঊর্ধ্বে। প্রকল্পগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। আমরা এসব উদ্যোগকে দীর্ঘমেয়াদি ও টেকসই করতে চাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে সবধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর