
ঢাকার সাভারের আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে রুবেল মন্ডল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দেউল এলাকার নিহত রুবেল মন্ডলদের নিজস্ব মাছের খামারের পাশে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম মন্ডলপাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রুহুল আমীন মন্ডলের ছোট ভাই। তিনি উত্তরায় একটি রিহ্যাব সেন্টারে চাকরি করার পাশাপাশি ভাইয়ের মাছের খামার, ঝুট ব্যবসা ও বালু ব্যবসা দেখাশোনা করতেন।
নিহতের বড় ভাই আলমগীর মন্ডল জানান, ১৫ দিন আগে থেকেই রুবেলকে হত্যার হুমকি দিয়েছিলো শান্ত, মুনসুর, আকবর, কুদ্দুস, আমজাদ, জাহিদুল, জাকির হোসেন ও আলাউদ্দিন। এরপর দুই দিন আগে জোরপূর্বক তারা ওই খামার থেকে মাছও নিয়ে যায়। এরপর আজ সকালে রুবেলকে বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় শান্ত, কুদ্দুস মন্ডল ও আমজাদ মন্ডল। পরবর্তীতে মাছের খামারের পাশে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মূলত গার্মেন্টসের ব্যবসা, মাছের খামার, বালু ব্যবসা দখল নিতেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পরিবারের দাবি।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর