
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দরিদ্র কৃষক পরিবারের স্বপ্ন মুহূর্তেই ভস্মীভূত হয়েছে। হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামে গতকাল বুধবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোশারফ হোসেন (৫৫) নামের ওই কৃষকের বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে কৃষকের ঘরের আসবাবপত্র, গোলার ধান ও চাল, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ৬টি ছাগল ও ১টি গরু। প্রাণে বেঁচে গেলেও দগ্ধ হয়েছে আরও ৭টি গরু। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশারফ হোসেন স্থানীয়ভাবে একজন দিনমজুর হিসেবে পরিচিত। সংসার চালানোর জন্য তিনি গবাদিপশু পালন করতেন। তার একমাত্র ঘরটির অর্ধেক অংশে পরিবার নিয়ে বাস করতেন, আর বাকি অংশটি গোয়ালঘর হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সময় তিনি স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে আগুনের তীব্রতা টের পেয়ে তারা প্রাণে বাঁচলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
স্থানীয় সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, "মোশারফ হোসেন অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক। দিনমজুরির পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সহায়তা ও সরকারি সহানুভূতি তার একান্ত প্রয়োজন।"
তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহানুভূতিশীল মহলের দাবী, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সরকারি সহযোগিতা প্রদান করা হোক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর