
নাটোরের সিংড়া উপজেলায় শাকিল হোসেন (২৫) নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ইট দিয়ে আঘাত ও বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শাকিল দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি এবং ইটালী ইউনিয়নের বনকুড়ি গ্রামের বাসিন্দা ও স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) জহুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিংড়ার বনকুড়ি বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল হোসেন নিজেই বাদী হয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চা পান করতে বাজারে আসলে শাকিলের ওপর দলবদ্ধভাবে হামলা চালায় শালমাড়া গ্রামের মৃত মোহাম্মদ ফকিরের ছেলে মুনছের ফকির (৪৮), তার ছেলে শাকিল ফকির, সাদ্দাম হোসেন, ইবাদত আলী, মোহাম্মদ আলীসহ আরও ৩-৪ জন। হামলায় শাকিল গুরুতর রক্তাক্ত জখম হন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস. এম রাজু আহমেদ বলেন, "সাংবাদিক শাকিলের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক কাজ করার সাহস না পায়।"
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম বলেন, "সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বারবার বিচার না হওয়ায় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।"
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর