
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. নুর ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বরিশাল নগরের পশ্চিম কর্ণকাঠি এলাকায় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম কর্ণকাঠি এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খালে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মো. নুর ইসলাম। দুপুর দুইটার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মো. নুর ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় ছিল। আমরা দুপুর তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাটি পশ্চিম কর্ণকাঠি এলাকার মধ্যে পড়ে।"
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর