
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচারণা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট, পাকা পুল এলাকা ঘুরে পোস্ট অফিস মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে খালিদ মঞ্জুর রোমেল সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। রোমেলের মন্তব্য—"তারেকরা লন্ডনে থাকলে বাংলাদেশ ভালো থাকবে"—প্রিয় নেতার প্রতি চরম অবমাননা ও ঔদ্ধত্য প্রকাশ করে।
বক্তারা আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও ফ্যাসিবাদবিরোধী লেখনির সৈনিক সাংবাদিক সাইদুর রহমানের বিরুদ্ধেও একাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে মিথ্যাচার ও মানহানিকর প্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারকারীরা সাইদুর রহমানের সামাজিক অবস্থান নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
সমাবেশে বক্তারা দাবি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারকারীরা সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং দলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তারা আরও জানান, যারা বিএনপির মূলনীতির বিরুদ্ধে গিয়ে নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। সাতক্ষীরাকে অপরাজনীতি ও ভয়ভীতিমুক্ত রাখতে দলীয়ভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কালিগঞ্জের জাহাঙ্গীর আলম চেয়ারম্যান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর