
সিরাজগঞ্জের সলঙ্গায় নদী থেকে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে সলঙ্গা থানার বড়গোজা জামে মসজিদের দক্ষিণ পাশে গারুদহ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ হোসেন সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মোমিন প্রমানিকের ছেলে।
সলঙ্গা থানার এস.আই ব্রজেশ্বর বর্মন বলেন, কিশোর মারুফ হোসেনের মা মারা যাওয়ার পর থেকে সে বড়গোজা গ্রামে নানা জিল্লুর রহমানের বাড়িতে থাকতো এবং কুতুবের চর মাছের আড়তে শ্রমিকের কাজ করতো। মাছের আড়তে যাওয়ার জন্য সোমবার সকালে সে বাড়ি থেকে বের হয়। সকাল ১১টার দিকে নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এস.আই আরো বলেন, নিহতের ডান হাতের দুটি স্থানে পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে বিকেলে নানার বাড়ি থেকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর