
নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বিভিন্ন থানায় করা সাধারণ ডায়রির (জিডি) ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী এহসানুল কবীর উদ্ধারকৃত মোবাইল ও অর্থ মালিকদের হাতে তুলে দেন। এ সময় মোবাইল ও টাকা ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
পুলিশ জানায়, জেলার চারটি থানায় করা সাধারণ ডায়রির তদন্তের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন, এসআই গৌতম কুমার পাল ও এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো এবং অর্থ উদ্ধার করে। এপ্রিল মাসে এসব মোবাইল ফোন এবং টাকা হারানোর ঘটনাগুলো ঘটে।
ভুক্তভোগীরা জানান, তাঁরা মোবাইল ও অর্থ হারানোর পর পুনরুদ্ধারের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা ফিরে পেয়ে তাঁরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জিডি করে সাইবার টিমের সহায়তা নেবেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান, সিসিআইসি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর