
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নড়াইলে ফুটবল প্রশিক্ষন-২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু, সদস্য মোঃ আল আমিন, ক্রীড়া সংস্থার বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
মাস ব্যাপী এ প্রশিক্ষণে ৪০ জন ফুটবল খেলোয়ারকে প্রশিক্ষণ প্রদান শেষে সনদ পত্র প্রদান করা হয়।
আরমান/সাএ
সর্বশেষ খবর