
২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) সপ্তম স্থানে শেষ করে বাংলাদেশ পাচ্ছে ৭২০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় আট কোটি ৭৩ লাখ। বৃহস্পতিবার টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি, যার বড় একটি অংশ যাচ্ছে টাইগারদের কাছে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ টেস্টের ৪টিতে এসেছে জয়। এর আগে প্রথম দুই চক্র মিলিয়ে বাংলাদেশের জয় ছিল মাত্র একটি। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই স্মরণীয় টেস্ট জয়। সেদিক থেকে এবারের পারফরম্যান্স এক ধাপ এগিয়ে যাওয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, যা আগের যেকোনো আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা ট্রফির পাশাপাশি লড়বে বিশাল অঙ্কের অর্থের জন্যও। ১১-১৫ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
রানারআপ দলও এবার পাবে আগের চ্যাম্পিয়নদের চেয়েও বেশি অর্থ, অন্তত ২.১ মিলিয়ন ডলার। ২০২১ ও ২০২৩ সালের ফাইনালিস্টরা পেয়েছিল যথাক্রমে ১.৬ ও ০.৮ মিলিয়ন ডলার করে।
পুরস্কারের অঙ্ক বৃদ্ধি করে আইসিসি টেস্ট ক্রিকেটকে আবার গুরুত্বের কেন্দ্রে আনতে চাইছে। এই ফরম্যাটের মর্যাদা ও উত্তেজনা ধরে রাখতে এমন আর্থিক উপহার নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরমান/সাএ
সর্বশেষ খবর