
বলিউডের পর্দায় পাকিস্তানকে ‘ভিলেন’ রূপ দেওয়া নতুন কিছু নয়! এখন পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা সিনেমা নির্মাণ করেছে ভারত, আর সেগুলো বেশ সাড়াও ফেলেছে বক্স অফিসে।
কাশ্মিরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের চলছিল তীব্র উত্তেজনা। এরপর গত ৭ মে (বুধবার) মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আগুনে ঘি ঢালে ভারত, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। আর সে ঘটনাই এবার বলিউডের নতুন সিনেমার প্লট!
ভারতীয় পরিচালক শিলাদিত্য মৌলিক এক সাক্ষাৎকারে বলেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটা ছবি বানাব খুব তাড়াতাড়ি, দেশের বর্তমান পরিস্থিতির জন্য এখনই ঘোষণা করতে চাই না। তবে আমি সেই গল্পগুলো তুলে ধরব, যেগুলো বলা হচ্ছে না। ছবির নামটা রেজিস্ট্রেশন করাতে পেরেছি। বলিউডের অনেক প্রযোজক-পরিচালক শুনছি নামটার জন্য লাইন দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আমার পরের ছবিই এটা হবে নাকি মাঝে অন্য কোনও ছবি করব, সেটা দেখতে হবে। কারণ, এই ছবিটার জন্য রিসার্চ করতে আমাকে কাশ্মীর যেতেই হবে। ওখানে ছাড়া শুটিং করাও সম্ভব নয়। এখন এগুলোর জন্য অনুমতি পাবো বলে মনে হয় না। তাই হয়ত অপেক্ষা করতে হবে কয়েকটা দিন।’
আরমান/সাএ
সর্বশেষ খবর