
বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে থানা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সেসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও সামাজিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা এবং প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের আশ্বাসদেন সাংবাদিক নেতারা।
নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ ও সাইফুল ইসলাম তোতা প্রমুখ সাংবাদিক উপস্থিতি ছিলেন।
নবাগত ওসি মোজাহারুল ইসলাম সাংবাদিকদের আন্তরিকতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর