
সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুর খননকারীর কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা চাইতে গিয়ে গণপিটুনীর শিকার যুবদল ও কৃষকদলের ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ এবং ৮জন নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়।
সেই মামলার বাদি আবু সায়েদর পরিবারকে চাঁদাবাজদের লোকজনের হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। রবিবার (১৯ মে) ইছিদহ সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মামলার বাদির ভাই আব্দুল মালেক বলেন, আমাদের নইপাড়া গ্রামে নিজস্ব জমিতে পুকুর খনন করছিলাম । ৪-৫ টি মোটর সাইকেল নিয়ে ৯-১০ জন আমাদের খননকৃত পুকুরে এসে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমাদের উপরে হামলা করতে আসে এবং বেকু গাড়ি ভাঙচুর করে। পরে চাঁদাবাজদের প্রথমে এলাকাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানায় মামলা দায়ের করে আমার ভাই আবু সায়েদ মামলা করেন।
আটককৃতরা সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষকদলের সদস্য সচিব আব্দুস সোবহান, তাদের সহযোগী দলীয় কর্মী সলঙ্গার চৌধুরী ঘুঘাট গ্রামের আশরাফ আলী ও মালতিনগর গ্রামের মামুন সরকারের লোক জন আমাদের নানান ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার আমাদের ও আমাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই। সময় মামলার বাদী আবু সায়েদ, শহিদুল ইসলাম,আব্দুর রহিম, জাফরআলীসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও নৈইপাড়া গ্রামের সাধারণ মানুষ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর