
ভবঘুরে-উদ্বাস্তুদের সরিয়ে নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের দাবিতে প্রক্টর অফিসের সামনে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার নেতা-কর্মীরা। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ কর্মসূচি পালন করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘ক্যাম্পাসে ভবঘুরে-ছিনতাইকারী ও অপ্রকৃতিস্থ মাদকসেবীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। আমাদের নারী শিক্ষার্থীরা অনেক সময় আতঙ্ক থাকে। সাম্য হত্যার বিচার যখন নিশ্চিত হচ্ছে না, ছয়দিনের মধ্যে। আমরা চাই অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি ভবঘুরে-উদ্বাস্তুদের সরিয়ে যেন নিরাপদ ঢাবি ক্যাম্পাস নিশ্চিত করা হয়। একই সঙ্গে নারী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিতের দুই সময়ে মোবাইল টিমের সদস্যরা নিয়োজিত থাকে এবং শিক্ষার্থীরা যেন অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সাহায্য পেতে পারে৷’
স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো- ক্যাম্পাসে অবস্থানরত এ সকল মানুষদের খুব দ্রুত ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে হবে; ক্যাম্পাস থেকে তুলনামূলক দূরে অবস্থিত নারীদের হল এলাকায় সন্ধ্যা থেকে প্রক্টরিয়াল টিমের অবস্থান আরো জোরদার করতে হবে; ক্যাম্পাসে অবস্থানরত মাদকসেবীসহ ভবঘুরে, অপ্রকৃতিস্থ ও উদ্বাস্তুদের পুনর্বাসনে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনায় আসতে হবে, যাতে করে তারা ক্যাম্পাসে পুনরায় ফিরে না আসে; ক্যাম্পাসে বেড়ে উঠা উদ্বাস্তু শিশু-কিশোরদের যথাযথ প্রক্রিয়ায় পুনর্বাসনের সহায়তা করতে হবে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর