
বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পার থেকে আজ পর্যন্ত থানায় মোট পাঁচটি মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ফিরোজ কামাল ফারুক দৈনিক কালের-কণ্ঠ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ফিরোজ কামাল ফারুক পলাতক ছিলো। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাথম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে নন্দীগ্রাম কলেজ পাড়া (রহমান নগর) বাসিন্দা।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃত আসামির বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা আছে। আজ মঙ্গলবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর