
ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও হোসনে আরা বেগম ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ড. এ এইচ এম করিম ও হোসনে আরা বেগম-এর জামাতা সৈয়দ আব্দুল্লাহ আল মুতি ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা, অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং দাতা পরিবারের সদস্য মো. শফিকুর রহমান ও সৈয়দা সীমা আক্তার উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তিনজন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। মাসিক দুই হাজার টাকা হারে এক বছরের জন্য প্রত্যেককে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর