
কুমিল্লার বুড়িচং - ব্রাহ্মণপাড়া সড়কের পাশে একটি ডোবা থেকে কালখরপাড় এলাকায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
মঙ্গলবার (২২ মে) সকাল ১০টার দিকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে কালখরপাড় নামক স্থানে ডোবায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় সড়কের পাশে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয়রা কেউ লাশের পরিচয় দিতে পারেনি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আদর্শ সদর উপজেলার কালখরপাড় এলাকায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর