
পরিবেশ ও সামাজিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “সংগঠক” ক্যাটাগরিতে লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক ও সংগঠক মোঃ ইসমাইল হোসেন।
শুক্রবার (২৩ মে) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত “কচিকাঁচার মেলায়”- এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য—উপস্থিত ছিলেন দেশের গুণীজন, পরিবেশকর্মী ও আন্তর্জাতিক অতিথিরা।
ইসমাইল হোসেন এসএ টেলিভিশনের সাংবাদিক এবং “দুর্বার যুব উন্নয়ন সংস্থা”-র প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। তার সংগঠন “দুর্বার” ছাড়াও তিনি জড়িত রয়েছেন— “রাইট টক বাংলাদেশ”, “আমরা দুর্বার”, “স্বপ্ন সারথী যুব উন্নয়ন সংস্থা” এবং “স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি”-র মতো বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে।
লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার হেদায়েতুল্লাহ তুর্কী বলেন— “ইসমাইল হোসেনের মতো তরুণ নেতৃত্ব ভবিষ্যতের জন্য আশাজাগানিয়া।” এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়—বরং বাংলাদেশের যুবশক্তির সমাজ ও পরিবেশ উন্নয়নে অগ্রগতির প্রতীক।
আরমান/সাএ
সর্বশেষ খবর