
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনকৃথ ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৪ মে) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির আওতাধীন দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
আটক বাংলাদেশি নাগরিকদের মাঝে ৪জন পুরুষ ৫জন নারী ও ৩জন শিশু রয়েছে। তারা দীর্ঘদিন আগে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। শনিবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বাংলাদেশে পুশইন করে। ডিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সকালে তিলাই ইউনিয়নের ভাষানীর মোড় থেকে তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে আটককৃতদের শনিবার (২৪ মে) বিকেলে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০). আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯),আরজিনা খাতুন (১৬),আহসান হাবিব (২৭)গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু ব্ক্কর সিদ্দিক (০৯ মাস),এনামূল হক (৪০), মর্জিনা বেগম (৩০) ইদুল হাসান (১৬)। এঁদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।
আটক নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যায়। কয়েকদিন আগে তাদেরকে আটক করা হয়। পরে শুক্রবার দিনগত গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোন এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজবি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। শনিবার বিকালে আটকদের থানায় হস্তান্তর করে বিজিবি। আটক সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরমান/সাএ
সর্বশেষ খবর