
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, কলন্দি খাল, কালিকাপুর, আব্দুল্লাপুর হয়ে জাজি গাং, বাউতলা হয়ে মরা গাং এবং মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি প্রবেশ করায় গ্রামগুলোর রাস্তাঘাট তলিয়ে গেছে।
উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, গত রাত থেকে নদী ও খালের পানি বাড়ছে।
আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া জানান, পানি বাড়তে থাকলে আখাউড়া-আগরতলা সড়ক তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যকে ব্যাহত করতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমান জানান, হাওড়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসে পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে উপজেলার প্রায় ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছিল, যেখানে ৫ হাজার মানুষ পানিবন্দী হয়েছিল। এতে ১৯৫ হেক্টর ফসলি জমি ও প্রায় ১২ কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্থ হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর