
যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৯ বিজিবি’র অধীনস্থ বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও আন্দুলিয়া ক্যাম্পের টহল দল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই সাফল্য পায়।
বিজিবি জানায়, অভিযানে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ফেনসিডিল, শাড়ি, ঔষধ এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৭২ হাজার ৮০০ টাকা।
৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান চক্রকে আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর