
সিরাজগঞ্জের সলঙ্গায় রোজিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর তার স্বামী মোতালেব হোসেন নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে সলঙ্গা থানার এরান্দহ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত মোতালেব হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। তবে, ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান জানান, তিন বছর আগে মোতালেব ও রোজিনার বিয়ে হয়। মোতালেবের পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা রোজিনার বাবার বাড়িতেই বসবাস করতেন।
জাহিদ আরও জানান, মোতালেব সম্প্রতি ফেনী থেকে রাজমিস্ত্রীর কাজ করে বাড়ি ফেরেন। গত ৬ দিন আগে কাজ শেষ করে বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে রোজিনার ভাতিজা বায়জিদ কান্নাকাটির শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পাশেই আহত অবস্থায় কাতরাচ্ছিলেন মোতালেব। পরে স্থানীয়রা এসে রোজিনাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মোতালেবকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রার/সা.এ
সর্বশেষ খবর