
গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার টানা ১৪ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর মাধ্যমে ১৪ দিন একাডেমিক কার্যক্রম এবং ১১ দিন দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকার পর সবকিছু পুনরায় শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আজ শনিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খুলছে।’
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির ঈদ উপলক্ষে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে গ্রীষ্মকালীন ছুটি ১ জুন থেকে শুরু হওয়ায় মাসের শুরু থেকেই একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর