
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের উদ্যোগে “ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপত্তা” শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এই কনফারেন্স শুরু হয়। এর মূল লক্ষ্য ছিল আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন ধারণা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার, সাইবার নিরাপত্তা জোরদার এবং ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনের প্রয়োগে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, এ ধরনের কনফারেন্স শিক্ষার্থীদের জ্ঞান আদান-প্রদান, বিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা এবং ভালো বন্ধুত্ব অর্জনে সহায়তা করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে এই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপাচার্য শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পরিশ্রমী হওয়ার এবং সফল উদ্যোক্তা হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন এশিয়া ব্যাংকের আইসিটি ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. বোরহানুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এইচ. এম. মোশারফ হোসেন। তাঁরা আর্থিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণালব্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কনফারেন্সের প্রথম পর্বে পোস্টার প্রেজেন্টেশনে এফবি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিকেলে প্রশিক্ষণ কর্মশালা এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। কনফারেন্সের আহ্বায়ক ও এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর