
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিলের মাঝে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৬২) ও তার ছেলে নাহিদ শেখ। ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখ মারা যান। আহত নাহিদ শেখকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সোহান ও কবির নামে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের কাওছার শেখের সঙ্গে জাহাঙ্গীর শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমিতে আইল দিচ্ছিলেন। এসময় কাওছার শেখের পক্ষের ৭-৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত নাহিদকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর থেকে কাওছার শেখ ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির শেখ ও সোহান নামে দুজনকে আটক করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর