
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তাহীনতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার দুপুরে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে সোমবার সকালে শেখ মুজিবুর রহমান হলের শাহবাগ সংলগ্ন গেটে মিছিল শেষে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই দিনে কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণ থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া, ফজলুল হক মুসলিম হলের বিভিন্ন কক্ষে লাগানো ‘জুলাই আন্দোলনের শহীদদের’ নামসংবলিত ফলক সরিয়ে ফেলার অভিযোগ করেছে ছাত্রদল।
বিক্ষোভে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনো শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। ককটেল বিস্ফোরণ, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ—সবই প্রমাণ করে প্রশাসনের চরম ব্যর্থতা ও দায়িত্বহীনতা।”
তিনি আরও বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার লিখিতভাবে পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের অবহেলার কারণেই এস এম শাহরিয়ার আলম সাম্যের মতো মেধাবী ছাত্রনেতাকে জীবন দিতে হয়েছে। উপাচার্য ও প্রক্টর তাঁদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “মব কালচার” ও “সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা” ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে দিন দিন অনিরাপদ করে তুলেছে। তারা ছাত্রলীগের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে স্লোগান দেন।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসমুখী হচ্ছে, তখন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। আইন বিভাগসহ বিভিন্ন জায়গায় ককটেল রেখে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, প্রশাসনের নীরবতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে সন্ত্রাসীরা সাহস পাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখলে নিতে দেবে না।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রদল নেতারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার, ককটেল ও বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর