
বরগুনা: জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পক্ষ থেকে বরগুনার ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের নেতৃত্বে এসব সামগ্রী বরগুনা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়।
তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রমের অংশ হিসেবে ঔষধ সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. রেজোয়ানুর আলম, বরিশাল জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোনায়েম সা'দ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই মাসে বরগুনা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেয়।
ঔষধ বিতরণকালে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডে শয্যা সংকট রয়েছে। অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। শয্যার পাশাপাশি রক্ত পরীক্ষার কিট ও স্যালাইনের সংকটও রয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজোয়ানুর আলম জানান, রোগীর চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ করা হলে পরিস্থিতি উন্নতির দিকে যাবে।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় চিকিৎসাসেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে চিকিৎসকদের পরিশ্রমে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে চিকিৎসক ও নার্স পদায়ন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঔষধ সামগ্রী পাওয়ায় সংকট মোকাবিলা করা সহজ হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ বলেন, জেডআরএফ দলমত নির্বিশেষে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর